শিরোনাম
◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দিনের মধ্যে দাবি মানা নাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন রোমানা ফ্যাশন লিঃ শ্রমিকেরা

শাহীন খন্দকার: শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেসক্লাবে রোমানা ফ্যাশন লিঃ (ইষ্ট ওয়েষ্ট ইণ্ডাষ্ট্রিয়াল পার্ক এর প্রতিষ্ঠান)  ইউনিয়নের সভাপতি, সাধারণ  সম্পাদকসহ অন্যান্য শ্রমিকদের মারধর, কাজ হতে বিরত রাখার প্রতিবাদে এবং শ্রম আইন অনুযায়ী মজুরি পরিশোধ ও হয়রানি নির্যাতন  বন্ধের দাবিতে  মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ করেছে  শ্রমিকরা।

প্রতিবাদ  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইসির সাবেক সভাপতি সালাউদ্দীন স্বপন বলেন, ইউনিয়ন ধ্বংসের পায়তারা এবং গার্মেন্টস শিল্প বন্ধের পিছনে যড়যন্ত্র করছে, মালিকদের আচরণে সেটা ফুটে উঠেছে   ।

তিনি বলেন,রোমানা ফ্যাশন লিঃ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত শ্রমিকদের মাসিক বেতন-ভাতা অনিয়মিতভাবে (শ্রম আইন আইন অনুযায়ী)  প্রতিশোধ করছে না।

শ্রমিকদের সার্ভিস, বেনিফিট, মাতৃকালীন সুবিধার মজুরিও নিয়মিত পরিশোধ করে না। শুধু তাই নয়, মাসিক বেতন-ভাতা দুই তিন কিস্তিতে পরিশোধ করছে।

এসময়ে তিনি বলেন, গত ১২ ফেরুয়ারি হঠাৎ সকাল  ৯ টায় সকল শ্রমিকদের ডেকে কারখানার গেটের ভিতরে নেয়। কারাখানার ভিতরে প্রবেশ করে শ্রমিকেরা দেখতে পান বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এসময়ে স্থানীয় লোকজন সমবেত হয়ে দাঁড়িয়ে ছিলেন।  ইউনিয়নের সাধারণ সম্পাদক আফিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যদের বাছাই করে কাজে বিরত থাকার নির্দেশ দেন। কারণ জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্তৃপক্ষের ষ্টাফরা আফিয়ার চুলের মুটিধরে টেনে হিচরে গেটের বাহিরে বের করে দেয়। ইতিমধ্যে অনেক শ্রমিককে চাকুরিচ্যুতি করা হয়েছে।

এসময়ে তিনি বলেন, আগামী ২০ ফেরুয়ারির মধ্যে ৫ দফা দাবি মানা না হলে দেশি-আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়