শিরোনাম
◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে? 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন দলবদলে রেকর্ড ১৭০টি দেশের অংশগ্রহণ, ২৯ কোটি ৮২ লাখ ডলার খরচ করে শীর্ষে ইংল্যান্ডের ক্লাবগুলো

রাকিব উদ্দীন : ২০২০ সালের জানুয়ারীতে শীতকালীন দলবদল মৌসুমে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপি মোট অর্থ ব্যায়ের ৭১ দশমিক ৮ শতাংশ হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ দেশ ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের ক্লাবগুলো থেকে। এছাড়া শীর্ষ পাঁচ লিগে খেলা ক্লাবগুলোর খরচ মোট অর্থের ৯৩ দশমিক এক শতাংশ।

গত মাসে ফুটবলারদের দলবদলে অংশ নিয়েছিল রেকর্ড ১৭০টি দেশের ক্লাব। এ সময় মোট ৪ হাজার ১০৮টি আন্তর্জাতিক দলবদল হয়। এর মধ্যে ১৪ দশমিক এক শতাংশ দলবদল হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ দেশের ক্লাবগুলোয়। এতেই মোট খরচ হয়েছে ৭১ দশমিক আট শতাংশ।

এসময় ইংল্যান্ডের ক্লাবগুলো খরচ করেছে সর্বোচ্চ ২৯ কোটি ৮২ লাখ ডলার। ২০ কোটি ৬১ লাখ ডলার খরচ করে এরপর আছে জার্মানি। ১২ কোটি ৬৭ লাখ ডলার খরচ করে তিনে ইতালি।

গত দলবদলে সবচেয়ে বড় নাম ছিল ব্রুনো ফার্নান্দেস। ৬ কোটি ১ লাখ ডলার প্রাথমিক ট্রান্সফার ফিতে স্পোর্টিং লিসবন থেকে পর্তুগালের এই মিডফিল্ডারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। রেড বুল সালসবুর্গ থেকে নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডকে নিয়ে আসে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়