শরীফ শাওন : প্রতারণাসহ নানা অভিযোগে বাংলাদেশ কারাগারে বন্দি রয়েছেন বিভিন্ন দেশের মোট ৬৭৯ জন নাগরিক। এর মধ্যে বিভিন্ন বিচারাধীন মামলায় কারাভোগ করছেন ৫৩২জন। সাজাপ্রাপ্ত হিসেবে কারাবন্দি ৬৫ জন ও ৮২ জনের সাজা শেষ হলেও সংশ্লিষ্ট দেশ দায়িত্ব না নেওয়ায় বা কোনও স্বজন না আসায় রিলিজ প্রিজনার হিসেবে কারাভোগ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও কারা অধিদফতর সূত্র জানায়, বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা নিয়ে বিদেশিরা আসার পর ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশ থেকে না যাওয়াসহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আদালত ও পরে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিভাগের কারাগারগুলোতে বিদেশি হাজতির সংখ্যা ৫৮ জন, কয়েদি ২৩ জন, রিলিজ প্রিজনার ৫ জন। তবে বিদেশি বন্দির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগরে কারাগারগুলোতে।