রাশিদ রিয়াজ : একেবারে মুড়িয়ে ফেলা যায় এমন মোবাইল ফোন মঙ্গলবার সানফ্রান্সিসকোর বাজারে ছাড়ছে স্যামসাং। এনগ্যাজেট ডটকম
বর্গাকৃতির মোবাইল ফোনসেটটিতে রয়েছে পাতলা নোটিফিকেশন প্যানেল, রয়েছে বড় আকারের চওড়া স্ক্রিন।
স্যামসাং মোবাইল ফোনের প্রধান তায়েমুন রো’র দাবি প্রযুক্তির সর্বশেষ এ সংস্করণ মোবাইল ফোনের জগতে তাদের নতুন দিগন্তে নিয়ে যাবে।
এটির নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি জেড ফ্লিপ। এটি অপেক্ষাকৃত ছোট ও অন্যান্য মোবাইল ফোন সেটের চেয়ে অনেক বেশি কমপ্যাক।
কালো ও বেগুনি রংয়ে পাওয়া যাবে গ্যালাক্সি জেড ফ্লিপ।
অস্কার অনুষ্ঠানের মাঝে প্রথমবারের মত বাজারে ছাড়ার দুদিন আগে স্যামসাং এ ফোল্ডেবল মোবাইল সেটের বিজ্ঞাপন প্রচার করে।