মেহেরুবা শহীদ : শনিবার দিল্লিতে পাঁচ দিনের ভারত সফরে পৌঁছান মাহিন্দা রাজাপক্ষ। ঐ দিন নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ইয়ন
বৈঠকে সন্ত্রাসবাদকে দুই দেশের জন্য সমান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ‘যৌথ অর্থনৈতিক প্রকল্প ‘ নিয়েও কথা হয়। দুই দেশের যোগাযোগ, পর্যটন বাড়ানো নিয়ে হয় আলোচনা ।
মাহিন্দা রাজপক্ষ বলেন, গত বছর শ্রীলঙ্কার ইস্টার ডের নির্মম জঙ্গি হামলার পর শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। শ্রীলঙ্কার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ ঘোষণার পাশাপাশি সন্ত্রাস দমনের জন্য আলাদাভাবে ৫ কোটি মার্কিন ডলার দেয়ার কথা দিয়েছে ভারত।
সম্পাদনা : রাশিদ রিয়াজ