শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে আগুনে পুড়ল বাগান

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার বর্ষীজোড়া বন বিটে আগুনে পুড়েছে সামাজিক বনায়ন বাপার বাগান। বন বিভাগের আওতায় সরকার ও উপকার ভোগীদের অংশীধারির ভিত্তিতে গড়ে উঠা আকাশ মনির একটি বাগানে শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে প্রায় তিন বছর আগে সৃজনকৃত এ বাগানে আগুনের সূত্র হয়। সরকার ও সাধারণ উপকার ভোগী মানুষের অংশীদারিত্বের উক্ত বাগানটিতে প্রায় ৫০ হাজার আকাশমনি ও বেলজিয়াম জাতীয় গাছ রয়েছে। আকস্মিক এ অগ্নিকান্ডের ফলে পুরো বাগানের চার ভাগের তিন ভাগ প্রায় ৩০ থেকে ৩৫ হাজার গাছ পুড়ে গেছে। এতে উপকার ভোগীরা কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই আগুন লাগার জন্য বর্ষিজোড়া বন বিট কর্মকর্তা মোঃ আনিস সহ সংশ্লিষ্ট কর্মচারীদেরকে দায়ী করেছেন। ভুক্তভোগীরা বলেন এই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের চাইতে বন বিভাগের বেশি থাকার কথা থাকলেও বন বিভাগের লোকজনদের তেমন একটা উপস্থিতি এখানে ছিলোনা।

তারা জানান, বাগান তৈরি করার পর থেকে সার্বক্ষণিক নিরাপত্তা সহ সবকিছুর ব্যয় তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে বহন করে আসছিলেন। বর্তমানে বাগানের গাছগুলো একটু বড় হয়েছে। তাই গরু ছাগল দিয়ে স্থানীয়রা যাতে গাছগুলো নষ্ট না করে তার জন্য পাহারার নিয়োগের বিষয়ে কথা বললে বিট অফিসার বলেন, বাগানে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। কিন্তু বন বিভাগের পক্ষ থেকে কোনো পাহারাদারের ব্যবস্থা করা হয়নি। তাদের উদাসীনতায় আজ বনায়ন পুড়ে ভস্মীভূত হয়।

তবে উপকারভোগীদের অভিযোগ অস্বীকার করে বর্ষীজোড়া বন বিট কর্মকর্তা মোঃ আনিছ বলেন, বর্তমানে আমি সিলেটে ট্রেনিংয়ে রয়েছি। খবর পাওয়া মাত্রই আগুন লাগা বনে লোক পাটিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়