স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। জাতীয় দলের মত বয়সভিত্তিকেও বরাবরই বেশ শক্তিশালী ভারত। যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। তাদের বিপক্ষে কেমন হবে টাইগারদের পরিকল্পনা- মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগের দিন তা জানিয়েছেন অধিনায়ক আকবর আলী।
পুরো আসর জুড়েই স্বাভাবিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এমনকি সেমিফাইনালেও চাপহীন ক্রিকেট দিয়ে বধ করেছে নিউজিল্যান্ডকে। ফাইনাল ম্যাচের গুরুত্ব অনেক বেশি হলেও সেদিন থেকে ভিন্নতা আসছে না এখনো। আকবর জানালেন- এই ম্যাচকে আর আট-দশটি ম্যাচের মতই নেবেন ক্রিকেটাররা।
আকবর বলেন, ‘আমাদের ফাইনাল ম্যাচ জিততেই হবে বা বিশ্বকাপ নিতেই হবে- এরকম চিন্তা করলে হয়তো চাপ কাজ করবে। আমরা চেষ্টা করছি- পুরো টুর্নামেন্ট যেভাবে প্রতিটি ম্যাচকে নরমাল গেম হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবে নরমাল গেম হিসেবেই নেওয়ার চেষ্টা করবো।’
তবে ভারতীয় যুবাদের হারের স্বাদ দেওয়া চাট্টিখানি কথা নয়। দুর্দান্ত ক্রিকেট খেলা দলটি এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। বাংলাদেশও অপরাজিত, তবে আসরে তৃতীয় হওয়া দল পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে হারের তকমাও লাগত।
আকবর বলেন, ‘ভারত দুর্দান্ত একটি দল। তাদের ব্যাটিং-বোলিং দুটো ডিপার্টমেন্টই খুব ভালো। টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, আমরাও অপরাজিত রয়েছি। আশা রাখি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।’ নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক বলেন, ‘আমরা তাদের নিয়ে যে পরিকল্পনাগুলো সাজিয়েছি সেগুলো যদি মাঠে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।’
নিজের দলের উপর যথেষ্ট আস্থা আছে আকবরের। এবার শুধু তাই মাঠের লড়াইয়ের অপেক্ষা।
তিনি বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি, ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ভালো। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিতে বলও করছে।’ ভারতের বিপক্ষে একই প্রয়োগ ঘটাতে করতে পারলে ফল পক্ষে আসবে বলে আশাবাদ আকবরের।সূত্র : ক্রিকটাইম।