শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় নির্বাচিত কাউন্সিলর ও কর্মীদের বাড়িতে হামলা, আহত ১২

বসির উদ্দিন, ডেমরা প্রতিনিধি : নগরীর ডেমরায় ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মো. ইবরাহীমের বাড়ী ঘর ও অফিস ভাঙচুর করেছে দুবৃত্তরা। এ সময় রাস্তার কয়েকটি দোকানপাট ভাঙচুর করে তারা।

রামদা, লাঠিশোটা ও দেশীয় অস্ত্রসহ কাউন্সিলরের ১০/১২ জন কর্মীর ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন। হামলার পর ওই দুবৃত্তরা কাউন্সিলরের কয়েকজন কর্মীর বাড়ীতে গিয়েও হামলা চালায়। এ সময় কাউন্সিলরের প্রতিবেশী আত্মীয় ফেরদৌসি নামের মহিলাকে রামদা দিয়ে কোপ দেয় দুবৃত্তরা।

রোববার রাতে সারুলিয়া আমতলা এলাকায় এ তান্ডবা চালায়। এ ঘটনায় কাউন্সিলর ইবরাহীম অভিযোগ করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলমের বিরুদ্ধে।

কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলম আমার বাড়ী, কার্যালয় ও দোকানপাটে তার নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা চালিয়েছেন। ফোন করে বিষয়টি তার সঙ্গে আলাপ করলে তিনি কর্নপাত না করে উল্টো আমার ঘারে দোষ চাপাচ্ছেন।

তিনি আরো বলেন আমরা  নাকি তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছি এমন অপপ্রচার চালানোসহ আমাকে মৃত্যুর হুমকিও দিচ্ছেন তিনি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বলেন খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ওই দুবৃত্তরা ফিরোজ আলমের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কারণ ফিরোজ আলম এ বিষয়ে অস্বীকার করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়