শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় নির্বাচিত কাউন্সিলর ও কর্মীদের বাড়িতে হামলা, আহত ১২

বসির উদ্দিন, ডেমরা প্রতিনিধি : নগরীর ডেমরায় ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মো. ইবরাহীমের বাড়ী ঘর ও অফিস ভাঙচুর করেছে দুবৃত্তরা। এ সময় রাস্তার কয়েকটি দোকানপাট ভাঙচুর করে তারা।

রামদা, লাঠিশোটা ও দেশীয় অস্ত্রসহ কাউন্সিলরের ১০/১২ জন কর্মীর ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন। হামলার পর ওই দুবৃত্তরা কাউন্সিলরের কয়েকজন কর্মীর বাড়ীতে গিয়েও হামলা চালায়। এ সময় কাউন্সিলরের প্রতিবেশী আত্মীয় ফেরদৌসি নামের মহিলাকে রামদা দিয়ে কোপ দেয় দুবৃত্তরা।

রোববার রাতে সারুলিয়া আমতলা এলাকায় এ তান্ডবা চালায়। এ ঘটনায় কাউন্সিলর ইবরাহীম অভিযোগ করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলমের বিরুদ্ধে।

কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলম আমার বাড়ী, কার্যালয় ও দোকানপাটে তার নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা চালিয়েছেন। ফোন করে বিষয়টি তার সঙ্গে আলাপ করলে তিনি কর্নপাত না করে উল্টো আমার ঘারে দোষ চাপাচ্ছেন।

তিনি আরো বলেন আমরা  নাকি তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছি এমন অপপ্রচার চালানোসহ আমাকে মৃত্যুর হুমকিও দিচ্ছেন তিনি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বলেন খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ওই দুবৃত্তরা ফিরোজ আলমের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কারণ ফিরোজ আলম এ বিষয়ে অস্বীকার করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়