শিরোনাম
◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় নির্বাচিত কাউন্সিলর ও কর্মীদের বাড়িতে হামলা, আহত ১২

বসির উদ্দিন, ডেমরা প্রতিনিধি : নগরীর ডেমরায় ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মো. ইবরাহীমের বাড়ী ঘর ও অফিস ভাঙচুর করেছে দুবৃত্তরা। এ সময় রাস্তার কয়েকটি দোকানপাট ভাঙচুর করে তারা।

রামদা, লাঠিশোটা ও দেশীয় অস্ত্রসহ কাউন্সিলরের ১০/১২ জন কর্মীর ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন। হামলার পর ওই দুবৃত্তরা কাউন্সিলরের কয়েকজন কর্মীর বাড়ীতে গিয়েও হামলা চালায়। এ সময় কাউন্সিলরের প্রতিবেশী আত্মীয় ফেরদৌসি নামের মহিলাকে রামদা দিয়ে কোপ দেয় দুবৃত্তরা।

রোববার রাতে সারুলিয়া আমতলা এলাকায় এ তান্ডবা চালায়। এ ঘটনায় কাউন্সিলর ইবরাহীম অভিযোগ করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলমের বিরুদ্ধে।

কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফিরোজ আলম আমার বাড়ী, কার্যালয় ও দোকানপাটে তার নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা চালিয়েছেন। ফোন করে বিষয়টি তার সঙ্গে আলাপ করলে তিনি কর্নপাত না করে উল্টো আমার ঘারে দোষ চাপাচ্ছেন।

তিনি আরো বলেন আমরা  নাকি তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছি এমন অপপ্রচার চালানোসহ আমাকে মৃত্যুর হুমকিও দিচ্ছেন তিনি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বলেন খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ওই দুবৃত্তরা ফিরোজ আলমের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কারণ ফিরোজ আলম এ বিষয়ে অস্বীকার করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়