শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্বতা ঘোষণা করে বিক্ষেভে যোগ দেয় এলাকাবাসী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত চরভদ্রাসন-ফরিদপুর ভায়া জাকেরের সুরা সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে সড়ক অবোরোধ করে রাখে। এময় তারা অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবীসহ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করলে তারা অবোরোধ তুলে নেয়।

ইউএনও জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা জালিয়াতি ও প্রতারণার শিকার হয়েছে। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। ঋতু ও সাথী দুজন পরীক্ষার্থীর প্রবেশ পত্র আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাকী ছয়জনের ব্যাপারে আলোচনা চলছে তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করা হবে। ।তবে যারা এ জালিয়াতি ও প্রতারণার সাথে যারা যুক্ত তদন্ত করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত ঐ বিদ্যালয়ের দুই শিক্ষক টাকা জমা দেওয়ার ভূয়া রশিদ দেখিয়ে ৪৪ শিক্ষার্থীর টাকা আত্বসাতের চেষ্টা করেছিল। বিষয়টি প্রকাশ হবার পর টাকা জমা দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে প্রবেশ পত্র না পেয়ে বিপাকে পরে ঐ পরীক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়