শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট-আনুশকার সম্পদের পরিমাণ ১২০০ কোটি রূপি

মুসফিরাহ হাবীব:একজন ভারতীয় ক্রিকেটের মারমুখী ব্যাটসম্যান,অন্যজন বলিউডে নিয়মিত সেলুলয়েডের ফ্রেমে বন্দি হতে ব্যস্ত।আলোচিত এই জুটি হচ্ছেন,বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

২০১৭ সালে তারা বিয়ে করেছেন।তবে তাদের ক্যারিয়ার থেমে নেই। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে,আয় ও সম্পদে তারা ভারতের অন্যতম ধনী দম্পতি। বিশ্ববিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় গত বছর সেরা ধনী হিসেবে নাম উঠে আসে বিরাটের।আর ২১তম শীর্ষ ধনী হিসেবে নাম উঠে আসে আনুশকার।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ। দেখা গেছে, বিরাটের সম্পদের মোট অর্থমূল্য ৯০০ কোটি রুপি। তিনি গত বছর আয় করেছেন দুইশ ৫২ কোটি ৭২ লাখ রুপি। অন্যদিকে, গত বছর তার স্ত্রী আনুশকার আয় ছিল ২৮ কোটি ৬৭ লাখ রুপি। তার সম্পদের মোট অর্থমূল্য ৩৫০ কোটি রুপি। সে হিসাবে তাদের মোট সম্পদের পরিমাণ এক হাজার ২০০ কোটি রুপিরও বেশি।

ভারতীয় ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, পণ্যের বিজ্ঞাপন, শুভেচ্ছাদূত ও রেস্তোরাঁ ব্যবসা বিরাটের সম্পদের উৎস। আর অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আয় করেন আনুশকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়