শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামের মাঠে দুটি ম্যাচ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে অষ্টম বিসিএল

আক্তারুজ্জামান : দীর্ঘ পরিসরের সবচেয়ে বড় ঘরোয়া আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চারদিনের ম্যাচের এ জমজমাট আসরে এবারও অংশ নিয়েছে চারটি দল। অষ্টম আসরের শুরুর দিন মিরপুরের শেরে বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বন্দরনগরীদে বিসিবি দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। অন্যদিকে রাজধানীতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে মাঠে নামবে মধ্যাঞ্চল।

কাল শুরু হওয়া প্রথম লেগ ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরু হবে। শেষ লেগ শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

এর আগে গত সোমবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার্স ড্রাফটে ৮০জন ক্রিকেটার চারটি দলে সুযোগ পেয়েছেন। চারটি দলই যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। ক্রিকেটারদের মধ্যে যারা বিপ টেস্ট টপকে যেতে পারেননি, তারা এই লেগে খেলতে পারছেন না।

দক্ষিণাঞ্চল স্কোয়াড : আব্দুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল-আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

উত্তরাঞ্চল স্কোয়াড : আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

মধ্যাঞ্চল স্কোয়াড : সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলি, নাজমুল ইসলাম, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।

পূর্বাঞ্চল স্কোয়াড : ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়