শিরোনাম
◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার ডার্বি জিতেও সেমিতে উঠা হলো না ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে হারিয়ে ম্যানচেস্টার ডার্বি জিতে নিলো ইউনাইটেড। তবে প্রথম লেগে ৩-১ গোলে হারায় ফাইনালে উঠার সৌভাগ্য হয়নি রেড ডেভিলসদের। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

গতকাল রাতে ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত খেলেও রক্ষনভাগ ভাঙতে পারেনি ম্যানসিটি। কিন্ত সিটিজিনদের রক্ষনভাগ ভেদ করে ঠিকই গোলের দেখা পায় রেড ডেভিলসরা।৩৫তম মিনিটে ফ্রি-কিক থেকে ডি-বক্সে উড়ে আসা বলে বাঁ পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন নেমানিয়া ম্যাটিক। তবে এই সার্বিয়ার মিডফিল্ডারই ৭৬তম মিনিটে সিটির ইলকাই গুন্দোগানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা।

তবে প্রতিপক্ষের ১০ জনের সুবিধে নিতে পারেনি সিটি। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে সক্ষম হয়নি স্বাগতিকরা। কিন্তু ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে তারা।

অন্য সেমিফাইনালে লেস্টার সিটিকে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। আগামী ১ মার্চ ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে অ্যাস্টনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়