শিরোনাম
◈ পুলিশ একাডেমি থেকে উধাও ডিআইজি এহসানুল্লাহ! ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা ◈ শনিবার খুলছে সেন্টমার্টিনের দ্বার, জাহাজ চালাবেন না মালিকেরা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব: শেখ ফজলে বারী মাসউদ

ডেস্ক রিপোর্ট  : হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, আমরা দায়িত্ব পেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়ে তুলব। হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব। সেবা নিয়ে জনগণের নিকট ছুটে যাবো। ইমাম ও আলেমদের সম্পৃক্ত করে জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলব।

প্রচারণার ২০ তম দিনে বুধবার শেখ ফজলে বারী মাসউদ ভাটারায় গণসংযোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

গণসংযোগপূর্ব পথসভায় মাওলানা মাসউদ নগরবাসীর উদ্দেশে বলেন, ঢাকা আমার আপনার শহর। এর সঙ্গে আমাদের ভালো-মন্দ জড়িত। এখন আমাদের সিদ্ধান্তের ওপর ঢাকার ভবিষ্যত নির্ভর করছে। ১ ফেব্রুয়ারি আমাদেরকে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মাদানী বলেন, নির্বাচন কমিশন ভোট কারচুপির নতুন নাটক মঞ্চায়ন করছে। তাদেরকে বলব, অনেক হয়েছে, এবার মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ান। দয়া করে কমিশনের স্বাধীন সত্বাকে হত্যা করবেন না।

মাওলানা মাদানী আরো বলেন, আওয়ামীলীগ ভোট ডাকাতির নতুন নতুন ফন্দি আঁটছে। অতীতে চর দখলের মতো প্রকাশ্যে কেন্দ্র দখল করেছে। কখনো নৈশভোটের কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এখন তারা ডিজিটাল পদ্ধতিতে ভোট ডাকাতি করতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১লা ফেব্রুয়ারি ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দাঁড়াবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের, প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, সাহিত্য সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমদ, নগর উত্তর সভাপতি আব্দুর রাজ্জাক, পশ্চিম সভাপতি আলমগীর হোসাইন, সরকারি তিতুমীর কলেজ সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের নগরনেতা আলহাজ্ব আলাউদ্দিন, ভাটারা থানা সভাপতি মুফতি হাবীবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এদিন সাঈদনগর, ১০০ ফিট এলাকা, ছোলমাইদ, বসুমতি, ঢালিবাড়ি, বারিধারা, নতুন বাজার, নুরেরচালা, নয়ানগর, খিলবাড়ির টেক, বোটঘাট এলাকায় গণসংযোগ করেন।

উৎসঃ যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়