শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

নিউজ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২৩ বছরের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আজ বুধবার দুপুরে মহেশপুরের জাগুসা গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই যুবকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ভোক্তভোগী যুবকের বাড়ি মহেশপুরের যাদবপুর উত্তরপাড়ায়।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সম্প্রতি দুই পরিবার বসে বিষয়টি মীমাংসা করে। আজ ওই গৃহবধূ তার স্বামীকে বাবার বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর দুপুরে সুযোগ বুঝে তার লিঙ্গ কর্তন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়।

আহত ওই যুবক বলেন, ‘আমার স্ত্রীর সাথে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। যে কারণে প্রায়ই আমার সাথে ঝগড়া করত। আজ আমাকে খবর দিলে শশুরবাড়ি যাই। সেখানে দুপুরে ঘরের মধ্যে সুযোগ বুঝে ধারালো বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেয়।’

এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই যুবকের পুরুষাঙ্গের মাঝ থেকে মারাত্মক জখম হয়েছে। তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। সেখান থেকে পুলিশ ধারালো বটি ও কর্তন যাওয়া পুরুষাঙ্গটি উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়