শিরোনাম
◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

নিউজ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২৩ বছরের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আজ বুধবার দুপুরে মহেশপুরের জাগুসা গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই যুবকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ভোক্তভোগী যুবকের বাড়ি মহেশপুরের যাদবপুর উত্তরপাড়ায়।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সম্প্রতি দুই পরিবার বসে বিষয়টি মীমাংসা করে। আজ ওই গৃহবধূ তার স্বামীকে বাবার বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর দুপুরে সুযোগ বুঝে তার লিঙ্গ কর্তন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়।

আহত ওই যুবক বলেন, ‘আমার স্ত্রীর সাথে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। যে কারণে প্রায়ই আমার সাথে ঝগড়া করত। আজ আমাকে খবর দিলে শশুরবাড়ি যাই। সেখানে দুপুরে ঘরের মধ্যে সুযোগ বুঝে ধারালো বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেয়।’

এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই যুবকের পুরুষাঙ্গের মাঝ থেকে মারাত্মক জখম হয়েছে। তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। সেখান থেকে পুলিশ ধারালো বটি ও কর্তন যাওয়া পুরুষাঙ্গটি উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়