শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে পুলিশের এসআই হত্যার মামলার রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইউনুস মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক মোল্লা হত্যা মামলার রায়ে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার চাঁদমৃগী গ্রামের রবিউল ইসলাম ওরফে জিরু, তপন, কুদ্দুস শেখ, জালাল শেখ, আকলম শেখ, ডালিম শেখ ও বুলু শেখ।

আদালত সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লা নারায়নগঞ্জ জোনে সিআইডি পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন। বিগত ২০১১সালের ১০নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা লোহার রড, হাতুরী ও কাঠের বাটাম দিয়ে আব্দুর রাজ্জাক মোল্লাকে এলোতাপাতারিভাবে পিটিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া রাজ্জাক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে পাংশা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের নামে আদালতে চার্জশীট জমা দেন।

দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায়ে ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্য আসামিদের বেকসুর খালাশ প্রদান করেন আদালত। তবে রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বাদী পক্ষের লোকজন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়