শিরোনাম
◈ শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি ‘গুজব’: খলিলুর রহমান ◈ এনিসিপিতে যোগ দিয়েই মুখপাত্র হলেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ নির্বাচনি হলফনামায় জামায়াত আমিরের সম্পদের হিসাব প্রকাশ, ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকাসহ যা আছে ◈ নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম ◈ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ ◈ চলতি বছর সবচেয়ে বেশি দেশে হামলা চালিয়েছে ইসরাইল ◈ ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর ◈ ৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা ◈ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে পুলিশের এসআই হত্যার মামলার রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইউনুস মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক মোল্লা হত্যা মামলার রায়ে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার চাঁদমৃগী গ্রামের রবিউল ইসলাম ওরফে জিরু, তপন, কুদ্দুস শেখ, জালাল শেখ, আকলম শেখ, ডালিম শেখ ও বুলু শেখ।

আদালত সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লা নারায়নগঞ্জ জোনে সিআইডি পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন। বিগত ২০১১সালের ১০নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা লোহার রড, হাতুরী ও কাঠের বাটাম দিয়ে আব্দুর রাজ্জাক মোল্লাকে এলোতাপাতারিভাবে পিটিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া রাজ্জাক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে পাংশা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের নামে আদালতে চার্জশীট জমা দেন।

দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায়ে ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্য আসামিদের বেকসুর খালাশ প্রদান করেন আদালত। তবে রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বাদী পক্ষের লোকজন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়