শিরোনাম
◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে পুলিশের এসআই হত্যার মামলার রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইউনুস মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক মোল্লা হত্যা মামলার রায়ে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার চাঁদমৃগী গ্রামের রবিউল ইসলাম ওরফে জিরু, তপন, কুদ্দুস শেখ, জালাল শেখ, আকলম শেখ, ডালিম শেখ ও বুলু শেখ।

আদালত সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লা নারায়নগঞ্জ জোনে সিআইডি পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন। বিগত ২০১১সালের ১০নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা লোহার রড, হাতুরী ও কাঠের বাটাম দিয়ে আব্দুর রাজ্জাক মোল্লাকে এলোতাপাতারিভাবে পিটিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া রাজ্জাক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে পাংশা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের নামে আদালতে চার্জশীট জমা দেন।

দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায়ে ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্য আসামিদের বেকসুর খালাশ প্রদান করেন আদালত। তবে রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বাদী পক্ষের লোকজন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়