শিরোনাম
◈ এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত ◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে পুলিশের এসআই হত্যার মামলার রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইউনুস মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক মোল্লা হত্যা মামলার রায়ে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার চাঁদমৃগী গ্রামের রবিউল ইসলাম ওরফে জিরু, তপন, কুদ্দুস শেখ, জালাল শেখ, আকলম শেখ, ডালিম শেখ ও বুলু শেখ।

আদালত সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লা নারায়নগঞ্জ জোনে সিআইডি পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন। বিগত ২০১১সালের ১০নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা লোহার রড, হাতুরী ও কাঠের বাটাম দিয়ে আব্দুর রাজ্জাক মোল্লাকে এলোতাপাতারিভাবে পিটিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া রাজ্জাক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে পাংশা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের নামে আদালতে চার্জশীট জমা দেন।

দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায়ে ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্য আসামিদের বেকসুর খালাশ প্রদান করেন আদালত। তবে রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বাদী পক্ষের লোকজন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়