দেবদুলাল মুন্না : জারতাজ গুল ওয়াজির জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী। জারতাজ এক সাক্ষাতকারে বলেন, ‘আপনি যদি ইমরান খানের শরীরিক ভাষা নিয়ে কথা বলতে চান, তিনি খুবই আকর্ষণীয় ও ক্যারিশম্যাটিক। আমরা যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, রুমে ঢোকার পর তার মিস্টি হাসি আমাদের সব সমস্যা দূর করে দেয়। তার শারীরিক ভাষা খুবই ইতিবাচক, যাতে লোকজন উত্তেজিত হয়ে যান।’
জারতাজ গুল ওয়াজিরের বয়স এখন ৩৫। তিনি তার বয়সের কথা জানিয়ে বলেন, ‘আমি তার প্রেমে মজে আছি। জানি তিনি একসময় অনেক নারী সান্নিধ্য পেয়েছেন। কিন্তু এই বয়সেও তিনি রমণীমোহন এটা আমাকে বিস্মিত করে। তার শারীরিক ফিটনেস অতুলনীয়।
তবে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের কাজের কোনো প্রশংসা করেননি। ভারতের মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন মোদী ধর্মকে নিয়ে রাজনীতি করছেন।
সুদর্শন ক্রিকেট তারকা হিসেবে ইমরান খানের প্রেমে মজেছিলেন বহু নারী। পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ উপহার দেয়ার পর তার ভক্ত দর্শকদের অভাব নেই। এরপর রাজনীতিতে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোন।