শিরোনাম
◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মঙ্গলবার আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী ও তুরাগ এই চারটি হাউসের শিক্ষার্থীরা অত্যন্ত আকর্ষণীয় প্যারেড ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করে। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১১টি ইভেন্টে ৪ টি হাউসের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ প্রতিযোগিতায় বুড়িগঙ্গা হাউস চ্যাম্পিয়ন ও বংশী হাউস রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অত্যন্ত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার লজেসটিকস এরিয়া মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এসজিপি। প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক শৃঙ্খলা, মনোজ্ঞ ডিসপ্লে ও প্যারেডের উচ্ছ¡সিত প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি কমান্ডার সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ-আল-মামুন, অধ্যক্ষ লে. কর্নেল জি এম আসাদুজ্জামান, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়