শিরোনাম
◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁকা রাস্তায় সুবিধা পেতে কঙ্কালকে পাশে বসিয়ে রাস্তায় বেরিয়ে প়ড়লেন চালক

ইয়াসিন আরাফাত : ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। গাড়ি নিয়ে রাস্তায়  জ্যামে যাতে না পরতে হয়  তাই  এক ব্যক্তি কঙ্কালকে যাত্রী সাজিয়ে পাশে বসিয়ে বেরিয়ে  পরেন। তবে শেষ পর্যন্ত যাত্রা ‘শুভ’ হয়নি, পুলিশের হাতে ধরাই পড়ে গেলেন ৬২ বছরের ওই বৃদ্ধ। নিউ ইয়র্ক টাইমস

আমেরিকার অ্যারিজোনা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি জানিয়েছে, বৃহস্পতিবার তাদের এক কর্মী এক ব্যক্তিকে ধরেছেন। যিনি সহযাত্রী হিসেবে একটি কঙ্কাল নিয়ে যাচ্ছিলেন। সেই কঙ্কালকে পোশাক, টুপি পরিয়ে ড্রাইভার পাশের আসনে বসিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন।

আসলে যুক্তরাষ্ট্রে কিছু রাস্তা আছে যেগুলোকে হাই ক্যাপাসিটি ভেহিকল লেন বলা হয়। ড্রাইভার ছাড়াও অতিরিক্ত যাত্রী-সহ গাড়িগুলোই শুধু এই রাস্তায় ঢুকতে পারে। এই রাস্তায় অন্য কোনও গাড়ি ঢোকা নিষিদ্ধ। অভিযুক্ত ওই বৃদ্ধ এই হাই ক্যাপাসিটি ভেহিকল লেনের সুবিধা পেতে একটি কঙ্কালকে সহযাত্রী সাজিয়ে নেন। কারণ তার সঙ্গে যাওয়ার জন্য অন্য কেউ ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরাই পড়ে যান পুলিশের কাছে।

অ্যারিজোনা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি বিভাগের মুখপাত্র রাউল গার্সিয়াজানিয়েছেন, প্রতি বছর এমন প্রায় ৭ হাজার নিয়ম ভাঙার ঘটনা সামনে আসে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে হাই ক্যাপাসিটি ভেহিকল লেনের সুবিধা পেতে মানুষ মিথ্যার আশ্রয় নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়