শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি: শ্রমিকের ওপর হামলার প্রতিবাদ ও মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে কাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিক ইউনিয়ন।

শনিবার রাতে সংগঠনের কার্যালয়ে জরুরী সভায় এ ধর্মঘট আহ্বান করে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সভায় মিরপুরের ঘটনায় মামলার আসামিদের ২৫শে জানুয়ারির মধ্যে গ্রেপ্তার, মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মিরপুর ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে যানজটমুক্ত করার দাবি জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মঘট পালনকালে সংগঠনের আওতাধীন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।

গত ১৮ জানুয়ারী দুপুর ১টার দিকে মহাসড়কের মিরপুর পয়েন্টে হবিগঞ্জ থেকে আউশকান্দি সড়কে চলাচলরত বাসের শ্রমিকদের উপর সিএনজি অটোরিক্সার শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী লাঠি ও হকিষ্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু রহস্যজনক কারণে বাহুবল থানা মামলাটি আমলে নেয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি। পাশাপাশি বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপারের আচারণ পক্ষপাত দুষ্ট বলে মনে করেন শ্রমিকরা। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়