হবিগঞ্জ প্রতিনিধি: শ্রমিকের ওপর হামলার প্রতিবাদ ও মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে কাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিক ইউনিয়ন।
শনিবার রাতে সংগঠনের কার্যালয়ে জরুরী সভায় এ ধর্মঘট আহ্বান করে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সভায় মিরপুরের ঘটনায় মামলার আসামিদের ২৫শে জানুয়ারির মধ্যে গ্রেপ্তার, মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মিরপুর ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে যানজটমুক্ত করার দাবি জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মঘট পালনকালে সংগঠনের আওতাধীন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।
গত ১৮ জানুয়ারী দুপুর ১টার দিকে মহাসড়কের মিরপুর পয়েন্টে হবিগঞ্জ থেকে আউশকান্দি সড়কে চলাচলরত বাসের শ্রমিকদের উপর সিএনজি অটোরিক্সার শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী লাঠি ও হকিষ্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু রহস্যজনক কারণে বাহুবল থানা মামলাটি আমলে নেয়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি। পাশাপাশি বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপারের আচারণ পক্ষপাত দুষ্ট বলে মনে করেন শ্রমিকরা। সম্পাদনা: জেরিন