ইয়াসিন আরাফাত : শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যা'নিস ব্যুঁজো করোনা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পরে ফ্রান্স সরকারের পক্ষ থেকে আরো একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।আল জাজিরার
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, শনাক্তকরণ প্রক্রিয়ার উন্নয়ন করার কারণে ইউরোপের প্রথম দেশ হিসেবে আমরা করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করতে পেরেছি। আক্রান্ত রোগীদেরকে আমরা দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।
গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এপর্যন্ত দেশটিতে ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় ১৮০০ ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।