শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার আইয়ুব খানের স্বপ্ন বাস্তবায়ন করছে, বললেন অধ্যাপক আনু মুহাম্মদ

অনলাইন রিপোর্ট: তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান তার শাসনামলে পাবনার রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বর্তমান সরকার সে স্বপ্নই বাস্তবায়ন করছে। যুগান্তর

তিনি শুক্রবার বিকালে নাটোর ভিক্টোরিয়া পাবলিক মিলনায়তনে নাটোর জেলা তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আয়োজনে ‘সুন্দরবনের রামপাল ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র জনস্বার্থ রক্ষা করবে কি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার রাশিয়া, ভারত ও জাপানের মতো কিছু দেশের প্ররোচনায় নির্বুদ্ধিতা দেখিয়ে সুন্দরবনের রামপাল ধ্বংস করে ঈশ্বরদীর রূপপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। কয়লা আমদানিসহ এসব কার্যক্রমের প্রায় সর্বত্রই ভারতীয় লোকজন কাজ করছেন এবং ভারতের কয়লাসহ বিভিন্ন রকমের সরঞ্জাম ব্যবহার করছে। এসবের ব্যয়ভার বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে। ওই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ আবার ভারত সরকারই নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল ও সিনিয়র আইনজীবী আমজাদ হোসেন এবং সঞ্চালনা করেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি নাটোর জেলা শাখার সদস্য সচিব দেবাশীষ রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়