শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো বিআইএমটি`র আলোচনা সভা

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিআইএমটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও আলোচনা সভা। অনুষ্ঠানে নতুন বছরকে স্বাগত জানিয়ে ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সৌজন্যে এক নৈশভোজেরও আয়োজন করা হয়।

১৮ জানুয়ারি দেশটির সাংগ্রিলা হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনার পর অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তবসম্মত কর্মপন্থা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছাড়াও প্রবাসে বসবাসরত বেশ কয়েকজন গুরুত্বপূর্ন ব্যক্তি অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যবসায়ী বিল্লাল হোসাইন, মোহাম্মদ হাসান মিয়া, আকরাম হোসাইন, নবী, শরীফুল, আসাদউজ্জামান প্রমুখ।

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মূলত সিঙ্গাপুরে রেজিস্ট্রিকৃত একটি ঐতিহ্যবাহী ও প্রতিষ্ঠিত সংগঠন। প্রাথমিক পর্যায়ে ২০০৬ সালে দেশটিতে চাকুরিরত অল্পসংখ্যক বিআইএমটি অ্যালামনাই দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, সময়ের পরিক্রমায় সংগঠনটির সুনাম, গ্রহণযোগ্যতা ও পরিসর বৃদ্ধি পায়। কোর্সভিত্তিক সংগঠনগুলো তাদের নিজস্ব গন্ডিতে সীমাবদ্ধ থাকলেও বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিঙ্গাপুর) কোন সীমাবদ্ধতা না থাকার কারণে যে কোন কোর্সের সাবেক ছাত্ররা সদস্য হওয়ার অধিকার রাখে।

সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংগঠনিক নিয়ম অনুসারে ২ বছর মেয়াদী ব্যবস্থাপনা পরিষদ সংগঠনকে পরিচালনা করে থাকে এবং ওই পরিষদ বিচক্ষণ অ্যালামনাইদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ নিয়োগ দেন।

বর্তমানে আজাদ নুর ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও মো. হাসান মিয়া উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়