শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে গাড়ির চাপায় এক বৃদ্ধ নিহত

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় নানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নানু মিয়া মিনাজপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মহাসড়কে ওই পাশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলে নানু মিয়া। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথিমধ্যে অজ্ঞাত একটি দ্রæতগামী ঘাতক গাড়ি তাকে চাপা দিয়ে চয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পাড়া-প্রতিবেশী ও আশাপাশের লোকজন এগিয়ে এসে মহাসড়কের দু’পাশের রাস্তা অবরোধ করে রাখেন। এ খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। লাশ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। পরে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আজিজুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়