নূর মাজিদ : দর বৃদ্ধির গতি দেখে মনে হচ্ছে বিনিয়োগকারীরা যেনো টেসলার শেয়ার ক্রয়ে মুক্তহস্ত হয়েছেন। নতুন পুঁজির এই সমাবেশেই গত বুধবার ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি নিয়ে মার্কিন ইলেকট্রিক কার নির্মাতাটির বাজারমূল্য উন্নীত হয় ১০ হাজার কোটি ডলারে। ফলে টেসলা একাধারে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দরের কার কো¤পানিতেও পরিণত হয়েছে। খবর : সিএনএন।
ওয়েডবুশ বাজার বিশ্লেষক সংস্থার বিশেষজ্ঞ ড্যান ইভস ইতিপূর্বেই টেসলার শেয়ারের দর আরও বাড়ার অনুমান করেন। গত বুধবার দর বেড়ে শেয়ারপ্রতি দর উন্নীত হয় ৫৫০ মার্কিন ডলারে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, গতকালকের লেনদেনে শেয়ারপ্রতি বিনিময় মূল্য ছিলো ৫৭৫ ডলার।
চলতি বছরের গোড়াতেই এহেন উত্থানে (৪০ শতাংশ) যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো কার নির্মাতার চাইতে তাদের বাজারদর সবচেয়ে বেশি। এমনকি তা এখন জেনারেল মোটরস এবং ফোর্ডের মতো প্রাচীন জায়ান্টের সমন্বিত বাজারদরের চাইতেও বেশি। এলন মাস্কের নেতৃত্বে টেসলা পেছনে ফেলেছে ইতিপূর্বে দ্বিতীয় স্থানে থাকা জার্মান অটো জায়ান্ট ভক্সওয়াগনকে। তবে এখনও তারা শীর্ষে থাকা টয়োটার চাইতে পিছিয়ে।
জাপানি অটো নির্মাতা টয়োটার বাজারমূল্য এখন ২০ হাজার কোটি ডলার। টেসলার শেয়ার দরবৃদ্ধি নিয়ে টয়োটার পেছনেই ধাওয়া করছে। তবে এমন অবস্থানে যাওয়ার জন্য মাস্ককে আরও কিছুদিন অপেক্ষা করতে হতেই পারে। সম্পাদনা : তন্নীমা আক্তার