শিরোনাম

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈত্য প্রবাহ থাকবে আরও দু’দিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আসিফ কাজল: দেশে বিভিন্ন জেলায় বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ। যা আগামী আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চলতি মাসে দেশে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই, বরং মাসের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙ্গামাটি ও নওগাঁ অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজধানী ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়