শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের সহকারী পরিচালক ফজলুল হককে হাইকোর্টে তলব

এস এম নূর মোহাম্মদ: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এজাহারভুক্ত দুই আসামিকে অব্যাহতি দেয়ায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ ফেব্রুয়ারি স্ব-শরীরে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে ২০১১ সনের ১৬ নভেম্বর দুদক রাজধানীর শাহবাগ থানায় ১০ টি মামলা দায়ের করেছিলেন। ৬ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৩২৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এসব মামলায়। ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক বি. জেনারেল বজলে কাদেরসহ ৮ জনকে আসামি করা হয় মামলায়।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক উপ-পরিচালক ডা. মো. ফজলুল্লাহ, সিনিয়র লেকচারার ডা. মশিউর রহমান, উপ-পরিচালক ডা. কাজী এনামুল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. আতিয়ার রহমান, সমাজ সেবা অফিসার সাঈদা আখতার, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ডা. শতীনাথ বসাক ও মেসাস জাকিয়া এন্টারপ্রাইজের মালিক জাকিয়া সুলতানা।

একটি মামলার আসামি ডা. মশিউর রহমানের অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদকের রিভিশন আবেদনের রুল শুনানির সময় দেখা যায় মামলার টেন্ডার কমিটিতে থাকা গণপূর্তের সতীনাথ বসাক ও ঢাকা মেডিকেলে কর্মরত সাঈদা আক্তারকে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেছেন। এছাড়া তদন্তের সময় হিসাব রক্ষণের নজরুল ইসলাম নামে দুজনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়