মিনহাজুল আবেদীন: নামাজের জন্য মূল শর্ত হলো অজু। এর মধ্যে অনেক স্তর রয়েছে, তবে ৪টি স্তর সম্পর্কে জানাটা বেশি জরুরি। সোমবার নিউজ ২৪’কে তিনি এ কথা বলেন।
মুফতি মুজিবুর রহমান কাসেমী বলেন, বেশির ভাগ সময় তাড়াহুড়ো করার কারণে সঠিক ভাবে অজু হয়না। মুখমন্ডল ভালো ভাবে ধোয়া, কনুই সহকারে হাত ধোয়া, মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা, পায়ের ঘুড়ালির টাকনু পর্যন্ত পানি দিয়ে ধোয়া। এগুলো নিয়ম মানলে অজু পরিপূর্ণ হবে।
অজু ভঙ্গের কারণ সম্পর্কে তিনি বলেন, টাকনুর উপর কাপড় উঠে গেলে, চিত বা কাত হয়ে ঘুমিয়ে গেলে অজু ভেঙ্গে যাবে। তবে দাঁড়িয়ে ঘুমালে নামাজ বঙ্গ হবে না; যদি সে হেলান না দেয়। সম্পাদনা: রাশিদ