শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের পুরস্কার হিসেবে ১১ লাখ টাকা পেয়েছেন রোমান সানা, সোহেল রানা ও ইতি খাতুন

শিউলী আক্তার : গত ডিসেম্বর মাসে নেপালের কাঠমাণ্ডতে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে সবচেয়ে বেশি সোনা পদক এসেছে আর্চারি ইভেন্টে। ১০টির মধ্যে সবগুলোতেই সোনা জিতেছে বাংলাদেশের আর্চার। এছাড়া সব ইভেন্ট মিলে মোট ১৪২ পদক জিতেছে বাংলাদেশ। এমন সাফল্যের জন্য অংশগ্রহনকারী কুর্মিটোলা গফল ক্লাবের অটিডোরিয়ামে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি তাদেরকে আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়। সোনা জয়ীদের ৬ লাখ, রূপা জয়ীদের ৩ লাখ ও ব্রোঞ্জ জয়ীদের ১ লাখ টাকা করে দেয়া হয়।

দলগত ইভেন্টে সোনা, রূপা ও ব্রোঞ্জ জয়ীদের ৬, ৩ ও ১ লাখ টাকা সমানভাবে ভাগ করে দেয়া হয়। এ ছাড়া প্রত্যেকটা ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের প্রতিটি পদকের প্রাইজমানির ১০ শতাংশ করে দেয়া হয়।

এসএ গেমসে পদক জয়ীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পেয়েছেন তারকা তীরন্দাজ রোমান সানা, সোহেল রানা ও ইতি খাতুন। তারা প্রত্যেকে ১১ লাখ টাকা করে পেয়েছেন।

রোমান সানা ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে পান ৬ লাখ। মিশ্র দলগত ইভেন্টে ইতির সঙ্গে সোনা জিতে পান ৩ লাখ। আর পুরুষ দলগত ইভেন্টে তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের সঙ্গে সোনা জিতে পান ২ লাখ। মোট ১১ লাখ। সোহেল রানা কম্পাউন্ড পুরুষ এককে, কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতে মোট ১১ লাখ টাকা পান।

ইতি খাতুন ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে পান ৬ লাখ টাকা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানার সঙ্গে সোনা জিতে পান ৩ লাখ। আর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সঙ্গে সোনা জিতে পান ২ লাখ। এই মোট ১১ লাখ।

এ ছাড়া সোমা বিশ্বাস কম্পাউন্ড নারী একক ও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জিতে ৭ লাখ ও সুম্মিতা বনিক ৫ লাখ টাকা করে পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়