শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের পুরস্কার হিসেবে ১১ লাখ টাকা পেয়েছেন রোমান সানা, সোহেল রানা ও ইতি খাতুন

শিউলী আক্তার : গত ডিসেম্বর মাসে নেপালের কাঠমাণ্ডতে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে সবচেয়ে বেশি সোনা পদক এসেছে আর্চারি ইভেন্টে। ১০টির মধ্যে সবগুলোতেই সোনা জিতেছে বাংলাদেশের আর্চার। এছাড়া সব ইভেন্ট মিলে মোট ১৪২ পদক জিতেছে বাংলাদেশ। এমন সাফল্যের জন্য অংশগ্রহনকারী কুর্মিটোলা গফল ক্লাবের অটিডোরিয়ামে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি তাদেরকে আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়। সোনা জয়ীদের ৬ লাখ, রূপা জয়ীদের ৩ লাখ ও ব্রোঞ্জ জয়ীদের ১ লাখ টাকা করে দেয়া হয়।

দলগত ইভেন্টে সোনা, রূপা ও ব্রোঞ্জ জয়ীদের ৬, ৩ ও ১ লাখ টাকা সমানভাবে ভাগ করে দেয়া হয়। এ ছাড়া প্রত্যেকটা ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের প্রতিটি পদকের প্রাইজমানির ১০ শতাংশ করে দেয়া হয়।

এসএ গেমসে পদক জয়ীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পেয়েছেন তারকা তীরন্দাজ রোমান সানা, সোহেল রানা ও ইতি খাতুন। তারা প্রত্যেকে ১১ লাখ টাকা করে পেয়েছেন।

রোমান সানা ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে পান ৬ লাখ। মিশ্র দলগত ইভেন্টে ইতির সঙ্গে সোনা জিতে পান ৩ লাখ। আর পুরুষ দলগত ইভেন্টে তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের সঙ্গে সোনা জিতে পান ২ লাখ। মোট ১১ লাখ। সোহেল রানা কম্পাউন্ড পুরুষ এককে, কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতে মোট ১১ লাখ টাকা পান।

ইতি খাতুন ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে পান ৬ লাখ টাকা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানার সঙ্গে সোনা জিতে পান ৩ লাখ। আর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সঙ্গে সোনা জিতে পান ২ লাখ। এই মোট ১১ লাখ।

এ ছাড়া সোমা বিশ্বাস কম্পাউন্ড নারী একক ও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জিতে ৭ লাখ ও সুম্মিতা বনিক ৫ লাখ টাকা করে পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়