শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের জন্য ভোট চাইলেন সর্মথকরা

সমীরণ রায়: সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে তাদের সমর্থক গোষ্ঠী।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক, সহ-সভাপতি নাজমুল হাসান, মহাসচিব সালাউদ্দীন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ভোটারদের মূলবান ভোটের ওপর ঢাকা মহানগরের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা নির্ভর করছে। আমাদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে ঢাকায় যানজট, বায়ু দূষণ ও সড়কের পাশে ময়লার স্তুপ থাকবে না। শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র, খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্ত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগুণ সন্ত্রাসসহ তাদের কর্মকা- মানুষ ভোলেনি। ওরা আবারও দানবের মতো মাঠে নামবে। তাই এদের হাত থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে আতিক-তাপসকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

মনিরুল হক বলেন, ঢাকার উন্নয়নের ধারা ধরে রাখতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এই দুই প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে। তা না হলে ঢাকা আবার ফিরে যাবে অনুন্নত চেহারায়।

সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীদের মেয়র বানানো যাবে না। তাদের অতীত কখনোই দেশের পক্ষে ছিল না। ভবিষ্যতে তারা জনগণের পক্ষে দাঁড়াবে না। এদেরকে ভোটের মাঠে প্রতিহত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়