শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের জন্য ভোট চাইলেন সর্মথকরা

সমীরণ রায়: সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে তাদের সমর্থক গোষ্ঠী।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক, সহ-সভাপতি নাজমুল হাসান, মহাসচিব সালাউদ্দীন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ভোটারদের মূলবান ভোটের ওপর ঢাকা মহানগরের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা নির্ভর করছে। আমাদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে ঢাকায় যানজট, বায়ু দূষণ ও সড়কের পাশে ময়লার স্তুপ থাকবে না। শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র, খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্ত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগুণ সন্ত্রাসসহ তাদের কর্মকা- মানুষ ভোলেনি। ওরা আবারও দানবের মতো মাঠে নামবে। তাই এদের হাত থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে আতিক-তাপসকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

মনিরুল হক বলেন, ঢাকার উন্নয়নের ধারা ধরে রাখতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এই দুই প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে। তা না হলে ঢাকা আবার ফিরে যাবে অনুন্নত চেহারায়।

সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীদের মেয়র বানানো যাবে না। তাদের অতীত কখনোই দেশের পক্ষে ছিল না। ভবিষ্যতে তারা জনগণের পক্ষে দাঁড়াবে না। এদেরকে ভোটের মাঠে প্রতিহত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়