এস এম নূর মোহাম্মদ: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আর জামিনের আবেদন করলে তা বিচারিক আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে।
এছাড়া কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ অপর পাঁচজনকে মামলার অভিযোগ গঠন বা অন্য কোনো প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত। ছয়জনের আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে ১৬ জানুয়ারি মতিউর রহমান ও আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম। পরে রোববার হাজির হয়ে তারা আগাম জামিন চান।