আমাদের সময় : টানা ৪ বার প্রথম যন্ত্রসঙ্গীতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন পণ্ডিত সুদর্শন দাশ। সিলেটে জন্ম নেওয়া এই ব্রিটিশ নাগরিক তার এ অর্জন ছড়িয়ে দিতে চান তরুণদের মাঝে।
পণ্ডিত সুদর্শন দাশের যন্ত্রসঙ্গীতে হাতেখড়ি চট্টগ্রামে। এরপরর কলকাতার শান্তিনিকেতনে তিনি যন্ত্রসঙ্গীতের ওপর পড়ালেখা করেন। শিখনের পূর্ণতা পায়। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চার বছর তবলা, ঢোল, ড্রামস ও ড্রামস সেট ভিন্ন আঙ্গিকে বাজিয়ে গিনেস বুক অব রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন সুদর্শন।
সুদর্শন দাশ বলেন, ‘কঠোর পরিশ্রম ছাড়া কোনোদিন লক্ষ্যে পৌঁছানো যায় না।’
সম্প্রতি সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সিলেটের ক্ষুদে শিল্পীদের তবলায় দু’দিনের প্রশিক্ষণ দিয়েছেন ও বিশ্ব রেকর্ডধারী।