মশিউর অর্ণব: রোববার স্থানীয় সময় ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল পাপুয়াতে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। নিউইয়র্ক টাইমস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্যমতে, রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রাদেশিক রাজধানী জয়াপুরা থেকে ১৫৮ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৪ কিলোমিটার। তবে ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।