শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগারদের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে পাকিস্তানের পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক : আইসিসির ফিউচরা ট্যুর অনযায়ী পাকিস্তান সফরে যাওয়া কথা ছিলো বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণে অনেক জল ঘোলা করে অবশেষে তিন ভাগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা নিয়ে মনে ভীতি থাকায় এই সফর থেকে নিজের নাম তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিন ভাগের সিরিজের প্রথম ভাগ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে পৌঁছবে টাইগাররা। তার আগে নিরাপত্তার সব ব্যস্থা করছে পাকিস্তান প্রশাসন।

বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলার জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজ্য সরকার। পাঞ্জাবের রাজধানী লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অভিনব নিরাপত্তা পরিকল্পনা দাঁড় করিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার এ বিষয়ক এক দীর্ঘ বৈঠকে বসেছিলো পাঞ্জাব সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রদেশের আইনমন্ত্রী মোহাম্মদ বাশারাত রাজা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সময়মতো সকল প্রস্তুতি গুছিয়ে নেয়ার। যাতে করে বাংলাদেশ ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া যায়।
লাহোর এবং রাওয়ালপিন্ডিতে শুধু বাংলাদেশ ক্রিকেট দলকেই নয়, খেলা দেখতে আসা সাধারণ দর্শকদের বিষয়টিও মাথায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রী বলেছেন, খেলার সময় যেনো রাস্তায় ট্র্যাফিক কম থাকে। যাতে করে খেলা দেখতে আগ্রহী মানুষজন নির্বিঘ্নে মাঠে যেতে পারেন।

এছাড়া বৈঠকে আরো বলা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের জায়গাগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে। একইসঙ্গে সাধারণ দর্শকদের যেনো কোনো ঝামেলা না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে নির্দেশ করা হয়েছে। এছাড়া যে হোটেলে উঠবেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তান পৌঁছবে বাংলাদেশ দল। পরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এক টেস্ট এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়