নিউজ ডেস্ক : শনিবার (১৮ জানুয়ারি) যাত্রাবাড়ী মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকাল ১১টায় থেকে টানা নবম দিনের মতো প্রচারণা শুরু করবেন তিনি। জাগোনিউজ
৫১ নং ওয়ার্ডের যাত্রাবাড়ী মোড়ের টনি টাওয়ারের সামনে থেকে এ প্রচারণা শুরু হবে। পরবর্তীতে ৬০, ৬১, ৬২ হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড ঘুরে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন তাপস।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক তারেক সিকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।