শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ফাইনালে দর্শকে ভরা মিরপুর স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেমের কথা কে না জানে! টাইগারদের কোনো ম্যাচ হলেই দলমত নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ায় এ দেশের ক্রিকেট প্রিয় মানুষেরা। মাঠ কিংবা টিভি সেট; সবখানেই গলা ফাটিয়ে নিজেদের সমর্থন জানান দেয় তারা।

তবে চলমান বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে হতাশ করেছে দর্শকরা। পুরো টুর্নামেন্টে মাঠে দর্শকের তেমন উপস্থিতি ছিল না বললেই চলে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিছুটা দর্শক দেখা গেলেও অধিকাংশ ম্যাচগুলোতে ছিল দর্শক খরা। চট্টগ্রাম ও সিলেট পর্বে কিছু দর্শকের দেখা মিললেও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ প্লে-অফেও ছিল দর্শক খরা। তবে আজকের চিত্রটা ভিন্ন। কারণ আজ বিপিএলের ফাইনাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার নির্ধারণী ম্যাচ। যেখানে শিরোপার লক্ষ্যে লড়ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান খুলনার কাপ্তান মুশফিকুর রহীম। সন্ধ্যা ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে মাছরাঙা ও গাজী টিভিতে।

প্রায় ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি হোম অব ক্রিকেটের। আজকের ম্যাচে কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে না। কানায় কানায় পরিপূর্ণ গ্যালারির প্রতিটি অংশ, নেই তিল ধারণের ঠাঁই। চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত পুরো মিরপুর।

নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে টিকিট কিনে মাঠে আসা সমর্থকদের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই আবার নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করছেন না। তারা কেবল ম্যাচটি উপভোগ করতে এসেছেন।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে বিসিবিও আজ আয়োজনটা একটু ব্যতিক্রম করেছে। মাঠে ব্যাটসম্যানদের প্রবেশের সময় জ্বালিয়েছে স্পার্ক লাইট। যা সচরাচর ক্রিকেট ম্যাচগুলোতে কম দেখা মিলে। আইপিএলের মতো বড় ইভেন্টগুলোতেও তেমন একটা দেখা যায় না। তবে স্পার্ক লাইটের নিয়মিত ব্যবহার হয়ে আসছে বিগ ব্যাশে। এবার বঙ্গবন্ধু বিপিএলে দেখা মিলল তার। -অধিকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়