এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে রড বোঝাই নশিমনের চাপায় আদনান (৩) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার বেলা ১ টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মোস্তফাপুর হাইস্কুলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আদনান উপজেলার মোস্তফাপুর গ্রামের মোজাম খাঁয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী একই গ্রামের মহিদুল ইসলাম জানান, শিশু আদনান দাদা মকছেদ খাঁর কাঁধে চড়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলো। তারা মোস্তফাপুর হাইস্কুলের কাছে পৌছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই নছিমন পেছন থেকে তাদের ধাক্কা দেয়।
ধাক্কায় দাদা নাতি দুইজনই রাস্তার পাশে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত শিশু আদনানকে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ তত্তিপুর পুলিশ ফাঁড়ির এসআই ছামছুল ইসলাম জানান, ইতোমধ্যে রড বোঝাই নছিমনটি আটক করা হয়েছে। সম্পাদনা: আপেল মাহমুদ