শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স হ্যারি ও মেগান সরে যাওয়ার পেছনে যুক্তরাজ্যের ট্যাবলয়েড মিডিয়া দায়ী, দাবি মার্কিন সংবাদমাধ্যমের

দেবদুলাল মুন্না : এ দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম বাজফিড নিউজ ডট কম।

একই ধরনের ঘটনায় রাজপরিবারের দুইজনের প্রতি পত্রিকাগুলো কী রকম ট্রিটমেন্ট দিয়েছে সেটির চিত্র ‘বাজফিড’ দিয়েছে।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো হচ্ছে, ডেইলি এক্সপ্রেস, দ্য ডেইলি মেইল, দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস ও দ্য সান ।

স্ত্রী কেট মিডলটন যখন অন্তঃসত্ত্বা, ২০১৮ সালের ২২ মার্চ ডেইলি মেইল তাদের প্রতিবেদনে লিখেছিল, ‘ডাচেসকে তাঁর পেটে অত্যন্ত যন্তের সঙ্গে হাত বোলাতে দেখা গেছে। মা হতে যাওয়া উপলক্ষে তাঁকে ভীষণ আনন্দিত মনে হচ্ছে।’ অথচ মেগান যখন অন্তঃসত্ত¡া হলেন, সেই ডেইলি মেইলই ২০১৯ সালের ২৬ মার্চ লিখেছিল, ‘গাড়িতে শিশু থাকলে যেমন পেছনে সতর্কতামূলক বার্তা লাগিয়ে রাখা হয়, মেগানকে তাঁর পেটে হাত বোলাতে দেখে তেমনটাই মনে হচ্ছে।’

কেটকে অ্যাভাকাডো উপহার দিয়েছিলেন উইলিয়াম। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর এক্সপ্রেস প্রতিবেদনে লিখেছিল, ‘স্ত্রীর সুস্থতা কামনায় উইলিয়াম একটি শিশুকে দিয়ে তাঁর স্ত্রীর কাছে সবুজ ফল (অ্যাভোকাডো) উপহার পাঠিয়েছেন। নিজের স্ত্রীর পাশাপাশি শিশুটির মায়েরও সুস্থতা কামনা করেছেন উইলিয়াম।’ কিন্তু মেগান অন্তঃসত্ত্বা থাকাকালে এক্সপ্রেস লিখেছিল, ‘মেগান গোগ্রাসে অ্যাভোকাডো খাচ্ছেন। এতে অবৈধভাবে বন উজাড় ও পরিবেশের সামগ্রিক ক্ষতি হচ্ছে।’

এর আগে হ্যারি ও মেগান নিজেরাই প্রকাশ্যে দাবি করেছিলেন, ব্রিটিশ মিডিয়া তাঁদের প্রতি অন্যায্য আচরণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়