শিরোনাম
◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি কার্যকর বিলম্ব হওয়ায় বিজেপি-এএপির বাগযুদ্ধ

সিরাজুল ইসলাম : বৃহস্পতিবার বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেদকর বলেন, আম আদমি পার্টির (এএপি) দুষ্কর্মের কারণে ফাঁসি কার্যকরে বিলম্ব হচ্ছে। তারা সহানুভূতি দেখাচ্ছেন।

তিনি প্রকাশ বলেন, অপরাধীদের এখনই ফাঁসি দিতে হবে। এএপি সরকারের উচিত ছিলো- সুপ্রিমকোর্ট প্রাণভিক্ষার আবেদন নাকচ করার সঙ্গে সঙ্গেই তাদের জানিয়ে দেওয়া। এখনও তাদের ফাঁসি কার্যকর না হওয়ার জন্য দায়ী এএপি সরকারের অবহেলা। তাদের উচিত- দুই একদিনের মধ্যেই দোষীদের মৃত্যুদÐ কার্যকরের বিষয়টি জানিয়ে দেওয়া।

জাবেদকরের অভিযোগ উড়িয়ে দিয়ে এএপি নেতা সঞ্জয় সিং বলেন, এই বিজেপি নেতা মিথ্যাচার করেছেন। তিনি অসংবেদনশীল মন্তব্য করেছেন। দোষীদের শাস্তি না হওয়ার জন্য বিজেপি দায়ী। মানুষকে বিভ্রান্ত না করে বিজেপি নেতার উচিত- সংবেদনশীল একটি বিষয় অবজ্ঞা না করে ক্ষমা চাওয়া। সাংবাদিকদের তিনি বলেন, রাজধানী শহরের আইন-শৃঙ্খলার বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে।

নির্ভয়ার ধর্ষক ও খুনিদের ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিলো। কিন্তু দিল্লি সরকার হাইকোর্টকে বুধবার বলেন, তাদের ফাঁসি কার্যকরে দেরি হবে। কারণ তাদের একজনের প্রাণভিক্ষার আবেদন বিবেচনাধীন রয়েছে।

কর্তৃপক্ষ ও নির্ভয়ার মায়ের অভিযোগ, আসামিরা ইচ্ছাকৃতভাবে আবেদন করে আইনী প্রক্রিয়াকে বিলম্বিত করছে।

৭ জানুয়ারি আসামি মুখেশ কুমার সিং, বিনয় শর্মা, আকাশ কুমার সিং ও পাওয়ান গুপ্তের মৃত্যুদণ্ডের আদেশ দেন হাইকোর্ট। মুখেশের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়