লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়ার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়ার রাস্তার পাশে পলিথিনে মোড়ানো শিশু সদৃশ বস্তু দেখতে পায়। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন ভীড় করতে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবজাতকের লাশটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।