ইয়াসিন আরাফাত : পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধনের (এনপিআর) বিরুদ্ধে সমাবেশ করেছে কংগ্রেস। এতে বক্তব্য রাখার সময় ভারতীয় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বিজেপির কড়া সমালোচনা করেন। আনন্দবাজার
তিনি বলেন, আর যেন কোনও আলোচনা নেই। এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে ব্যস্ত। তারা ভুলে গেছে মানুষের জীবনে প্রয়োজন এনআরসি বা এনপিআর নয়, প্রয়োজন রুটিরুজি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পের অগ্রগতি। মোদী সরকার নতুন করে ভারতবর্ষের মানুষকে আবার যেন ৭০ বছর আগের অতীতে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, তারা নতুন করে আবার আমাদের মধ্যে বীজ বপন করছে- তুমি হিন্দু, তুমি মুসলিম। এটাকে তো আমরা অতীত করে দিয়েছি। এজন্য আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে। ভারত দ্বিধাবিভক্ত হয়ে পাকিস্তান জন্ম নিয়েছে, ভারতবর্ষ জন্ম নিয়েছে। এমনি এমনি নয়, হিন্দু-মুসলিম মিলে ২০ লাখ মানুষ খুন হয়েছিলো সেই সময়ের দাঙ্গায়। দেড় থেকে ২ কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিলো। আবার নতুন করে কি আমরা সেই ৭০ বছর আগের অতীতে ফিরে যাব?
তিনি বলেন, সব সমস্যার মূলে যেন নাগরিকত্ব আইন। এমন একটা প্রচার চলছে দেশে যেন নাগরিকত্ব আইন ঠিকঠাক হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের প্রশ্ন, তাহলে আমরা কি নাগরিক নই? দেশ স্বাধীনের ৭০ বছর পরেও কী আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আসলে ওদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে সমাজকে বিভক্ত করা। সম্পাদনা : সালেহ্ বিপ্লব