তাহেরুল আনাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রোসুল জানান, রোববার রাত ২টায় ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ৯ নং আস্কও পুর ইউনিয়নের তাজ পুর গ্রামে মাদক উদ্ধার করতে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাশেম ওরফে (৩৫) ও রহমত আলী (৩৫) সহ তার দলের সাথে গুলি বিনিময় হয়।
এ সময় কাশেম ও রহমত আলী নিহত হয়। তাদের বাড়ি শহরের ঢাকাইয়া পট্রি এলাকায়। তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি সহ একটি পিস্তল, ১৫০ পিছ ফেন্সিডিল ও ৫০ পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি পুলিশ। সম্পাদনা : রাকিবুল