মুসবা তিন্নি : জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’ এর ব্যাসিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বোরবার সকাল ১১টার পর তিনি মারা যান। প্রিন্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘অবসকিওর’ এর ভোকালিস্ট সাঈদ হাসান টিপু।- ডেইলি বাংলাদেশ
সাঈদ হাসান টিপু বলেন, সকালে সে অফিসে গিয়েছিল। যেখানে অসুস্থবোধ করলে বাইকে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, সোমবার সকাল ১০টায় ফার্মগেটের চার্চের পাশে তাকে সমাহিত করা হবে। প্রিন্স যেন ওপাড়ে ভালো থাকেন, সবাই সেই প্রার্থনা করবেন।
অবসকিওর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের অন্যতম। আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিওর প্রতিষ্ঠা করেন টিপু।