শিমুল মাহমুদ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে ঢাকাবাসীসহ সারা দেশের মানুষ পরিবর্তন চায়। আমি জনগণকে আহ্বান জানাব, সরকার দলের প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন দেশের অর্থনীতির অবস্থা কি?
তিনি বলেন, আজকে দেশের মানুষের জীবন বিপন্ন। সারাদেশের ন্যায় ঢাকাবাসী ও পরিবর্তন চায় আর এই পরিবর্তনের লক্ষ্যে ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
মোশাররফ বলেন, ইশরাক হোসেন একজন ইঞ্জিনিয়ার ও এই শহরে সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান হিসেবে বিএনপি ধানের শীষ প্রতীকে তাকে মনোনয়ন দিয়েছেন।এই শহরকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তোলা, যানজট মুক্ত ও দূষণমুক্ত নগরী গড়ে তোলার জন্য ইশরাক হোসেন যে পদক্ষেপ নেবে বাংলাদেশ জাতীয়বাদী দল তার সাথে থাকবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়ার কারণ হলো তিনি একজন প্রকৌশলী। তার বাবা অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র। তিনি ঢাকাতেই জন্মগ্রহণ করেছেন এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন এ কারণে ঢাকার সকল সমস্যাগুলো তার জানা। একটি আধুনিক শহর কিভাবে করতে হয় তা তিনি পরিবার থেকে শিখেছেন এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিখেছেন। তিনি জানেন কিভাবে একটি আধুনিক শহর গড়তে হয়। তাই আমি ভোটারদের প্রতি আহ্বান জানাব আধুনিক ঢাকা গড়ার লক্ষে ইশরাক হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মেয়র প্রার্থী ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।