শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারদলীয় মেয়রদের জিজ্ঞাসা করবেন ঢাকা বসবাসের অযোগ্য কেনো, ভোটারদের খন্দকার মোশাররফ

শিমুল মাহমুদ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে ঢাকাবাসীসহ সারা দেশের মানুষ পরিবর্তন চায়। আমি জনগণকে আহ্বান জানাব, সরকার দলের প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন দেশের অর্থনীতির অবস্থা কি?

তিনি বলেন, আজকে দেশের মানুষের জীবন বিপন্ন। সারাদেশের ন্যায় ঢাকাবাসী ও পরিবর্তন চায় আর এই পরিবর্তনের লক্ষ্যে ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

মোশাররফ বলেন, ইশরাক হোসেন একজন ইঞ্জিনিয়ার ও এই শহরে সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান হিসেবে বিএনপি ধানের শীষ প্রতীকে তাকে মনোনয়ন দিয়েছেন।এই শহরকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তোলা, যানজট মুক্ত ও দূষণমুক্ত নগরী গড়ে তোলার জন্য ইশরাক হোসেন যে পদক্ষেপ নেবে বাংলাদেশ জাতীয়বাদী দল তার সাথে থাকবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়ার কারণ হলো তিনি একজন প্রকৌশলী। তার বাবা অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র। তিনি ঢাকাতেই জন্মগ্রহণ করেছেন এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন এ কারণে ঢাকার সকল সমস্যাগুলো তার জানা। একটি আধুনিক শহর কিভাবে করতে হয় তা তিনি পরিবার থেকে শিখেছেন এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিখেছেন। তিনি জানেন কিভাবে একটি আধুনিক শহর গড়তে হয়। তাই আমি ভোটারদের প্রতি আহ্বান জানাব আধুনিক ঢাকা গড়ার লক্ষে ইশরাক হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মেয়র প্রার্থী ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়