স্পোর্টস ডেস্ক : আবারও বার্সেলোনায় ভিড়ছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। এমন খবর অনেক পুরাতন। তবে গুঞ্জনের আগুনে এবার নতুনভাবে ঘি ঢেলেছেন বার্সেলোনার ফরাসি ফরোর্য়াড অ্যান্তোনি গ্রিজম্যান। বার্সেলোনা শিবিরে নেইমারের সঙ্গে খুনসুটি করতে চান গ্রিজম্যান। ব্রাজিলিয়ান এই তারকার সাথে একই দলে খেলতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।
স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর প্রকাশিত খবর অনুযায়ী আসছে গ্রীষ্মকালীন দল বদলের সময়েই নেইমারকে আবারও বার্সার ডাগ আউটে দেখা যেতে পারে। গ্রিজম্যানেরও নাকি চাওয়া ক্লাব কর্তৃপক্ষ আবারও ফিরিয়ে আনুক এই ব্রাজিলিয়ান পোস্টারবয়কে!
অনেক ফুটবল বিশ্বেষজ্ঞের মতে নেইমার বার্সায় আসলে গ্রিজম্যানের দলে সুযোগ পাওয়াও হয়তো অনিশ্চয়তার মধ্যে পড়বে। একই ধরনের হুমকির মধ্যে রয়েছেন ফরাসী তারকা ডেম্বেলেও! কিন্ত মুন্দোর মতে নেইমারের বার্সায় ফেরা নিয়ে মোটেও শঙ্কিত নন গ্রিজম্যান। এমনকি নেইমার বার্সায় আসলেও দল ছাড়ার কোন ইচ্ছা নেই তার। খবর : স্পোর্টস জোন।