শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন ফর্ম জমা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আতিকুল ইসলাম

শফিক ইসলাম : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাডে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি আশা করবো এবারের সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহনের মাধ্যমে একটি আনন্দময় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তাই নির্বাচনের মাঝপথে কাউকে নির্বাচন বর্জন না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মুক্ত করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করারও ঘোষণা দেন। নৌকা ব্যক গিয়ারে জায় না, তাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে কয়েক’শ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ জনের বেশি লোক নিয়ে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এমন ঘোষণার পরও আতিকুল ইসলামের সাথে বেশকিছু নেতাকর্মীকে দেখা যায়। যদিও তিনি ব্রিফিংয়ে তার সাথে ৫ জনই আছে বলে দাবি করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়