শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন ফর্ম জমা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আতিকুল ইসলাম

শফিক ইসলাম : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাডে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি আশা করবো এবারের সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহনের মাধ্যমে একটি আনন্দময় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তাই নির্বাচনের মাঝপথে কাউকে নির্বাচন বর্জন না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মুক্ত করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করারও ঘোষণা দেন। নৌকা ব্যক গিয়ারে জায় না, তাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে কয়েক’শ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ জনের বেশি লোক নিয়ে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এমন ঘোষণার পরও আতিকুল ইসলামের সাথে বেশকিছু নেতাকর্মীকে দেখা যায়। যদিও তিনি ব্রিফিংয়ে তার সাথে ৫ জনই আছে বলে দাবি করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়