শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন ফর্ম জমা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আতিকুল ইসলাম

শফিক ইসলাম : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাডে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি আশা করবো এবারের সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহনের মাধ্যমে একটি আনন্দময় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তাই নির্বাচনের মাঝপথে কাউকে নির্বাচন বর্জন না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মুক্ত করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করারও ঘোষণা দেন। নৌকা ব্যক গিয়ারে জায় না, তাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে কয়েক’শ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ জনের বেশি লোক নিয়ে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এমন ঘোষণার পরও আতিকুল ইসলামের সাথে বেশকিছু নেতাকর্মীকে দেখা যায়। যদিও তিনি ব্রিফিংয়ে তার সাথে ৫ জনই আছে বলে দাবি করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়