শিরোনাম
◈ ফিলিস্তিনিদের বেদনা কেন দেখা যায় না? ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন ◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন ফর্ম জমা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আতিকুল ইসলাম

শফিক ইসলাম : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাডে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি আশা করবো এবারের সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহনের মাধ্যমে একটি আনন্দময় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তাই নির্বাচনের মাঝপথে কাউকে নির্বাচন বর্জন না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মুক্ত করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করারও ঘোষণা দেন। নৌকা ব্যক গিয়ারে জায় না, তাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে কয়েক’শ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ জনের বেশি লোক নিয়ে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এমন ঘোষণার পরও আতিকুল ইসলামের সাথে বেশকিছু নেতাকর্মীকে দেখা যায়। যদিও তিনি ব্রিফিংয়ে তার সাথে ৫ জনই আছে বলে দাবি করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়