শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন ফর্ম জমা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আতিকুল ইসলাম

শফিক ইসলাম : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাডে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন আতিকুল ইসলাম। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি আশা করবো এবারের সিটি করপোরেশন নির্বাচনে সবার অংশগ্রহনের মাধ্যমে একটি আনন্দময় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তাই নির্বাচনের মাঝপথে কাউকে নির্বাচন বর্জন না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এবার নির্বাচিত হতে পারলে সবাইকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মুক্ত করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন করারও ঘোষণা দেন। নৌকা ব্যক গিয়ারে জায় না, তাই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে কয়েক’শ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ জনের বেশি লোক নিয়ে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন না এমন ঘোষণার পরও আতিকুল ইসলামের সাথে বেশকিছু নেতাকর্মীকে দেখা যায়। যদিও তিনি ব্রিফিংয়ে তার সাথে ৫ জনই আছে বলে দাবি করেন।

পরে নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়