শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিজিবির জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত ২ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি মাল্টিপারপাস শেড হলে এক আলোচনা সভা শেষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এবং তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী পিএসসি।

এতে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোর্শেদ সহ সুশীল সমাজের নাগরিক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে ইয়াবা, ভায়াগ্রা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়