মহসীন কবির : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন কারীদের হাতে সনদ তুলে দিয়ে একথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সকল পদক্ষেপ নিয়েছে সরকার। দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে যে কোন ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।তিনি বলেন, একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সশস্ত্র বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসি। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত বিশ্বের ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিয়েছেন।
এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তানসহ ১৬ দেশের ৮৫ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন ৩৮ জন কর্মকর্তা।