শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৫০ সালে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে একমত ইউরোপীয় ইউনিয়ন

সাবিহা জামান: কয়লা-নির্ভরশীল দেশ পোল্যান্ডকে ছাড়াই ইউরোপ মহাদেশে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয়ন ইউনিয়নের নেতারা। ব্রাসেলসে ম্যারাথন আলোচনার পর শুক্রবার তারা মতৈক্যে পৌঁছাতে সক্ষম হন। নিজেদের সিদ্ধান্ত জানাতে পোল্যান্ডকে আগামী সম্মেলন পর্যন্ত সময় দেয়া হয়েছে। ডয়চে ভেলে

ইউরোপীয়ন ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লস মিশেল বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা একটি চুক্তিতে উপনীত হয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে ইউরোপের দৃঢ় সংকল্পের জন্য এ চুক্তি জরুরি ছিল।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তির অন্যতম লক্ষ্যগুলোর একটি ২০৫০ সালের মধ্যে বিশ্ব কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। নেতারা চান ইউরোপকে এই লক্ষ্যপূরণ করা প্রথম মহাদেশ হিসেবে দেখতে।

প্যারিস চুক্তিতে বিশ্বনেতারা বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের পর্যায়ের ওপরে সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে একমত হয়েছিলেন। ওই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইউরোপের দেশগুলোকে অবশ্যই কার্বন নিঃসরণ কমিয়ে আনতে হবে।

পোল্যান্ডের জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয় কারণ দেশটির মোট জ্বালানির ৮০ শতংশের উৎস কয়লা। তাই তারা শুরু থেকেই পরিকল্পনার বিরোধিতা করেছে। শুক্রবার এ বিষয়ে বিতর্কের পর পোলান্ড শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে নিজেদের সরিয়ে নেয়।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সাংবাদিকদের বলেন, পোল্যান্ডের হাতে ২০২০ সালের জুন পরবর্তী সম্মেলন পর্যন্ত সময় আছে।
শুধু পোল্যান্ডই নয় চেক রিপাবলিক থেকেও আপত্তি জানানো হয়।কিন্তু যখন বলা হয় দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে তখন চেক সরকার আপত্তি তুলে দেয়। সম্পাদনা: রাশিদ ও শাহানাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়