শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধাওয়ানের পর এবার ছিটকে গেলেন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। তার বদলে দলে সুযোগ পেয়েছিলেন সানজু স্যামসন। আর ওয়ানডে দলে তার পরিবর্তে খেলবেন মায়াঙ্ক আগারওয়াল। এবার ধাওয়ানের পথেই আছেন পেসার ভুবনেশ্বর কুমার। কুচকির চোটের কারণে ওয়ানডে সিরিজে থাকতে পারছেন না তিনি। বদলি হিসেবে ডেকে নেয়া হয়েছে শার্দুল ঠাকুরকে।

ভুবনেশ্বরের ইনজুরির খবর জানিয়ে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বুধবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পরই ডান কুচকিতে ব্যথার কথা জানিয়েছিলো ভুবনেশ্বর। এর পর তার আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয় এবং জানা গিয়েছে ডানহাতি এ পেসারের হার্নিয়ার সমস্যা আবার মাথাচাড়া দিচ্ছে। এখন বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

সাম্প্রতিক সময়ে ইনজুরি যেনো ভুবনেশ্বরের নিত্যদিনের সঙ্গিতে পরিণত হয়েছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২.৪ ওভার বোলিং করে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান, ফিরে আসেন সেমিফাইনাল ম্যাচে। এরপর আবার চোটের কারণে মিস করেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ।

এবার তিনি মাঠে বাইরে বসেই দেখবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আগামীকাল (রোববার) চেন্নাইতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে খরুচে বোলিং করে মোটে ২ উইকেট নিতে পেরেছিলেন ভুবনেশ্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়