শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআরসি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, বললেন মির্জা ফখরুল

মহসীন কবির, মঈন এবং শিমুল মাহমুদ : শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করে ও দেশের উন্নয়নের অগ্রগতি বাধাগ্রস্ত করতে বিজয়ের প্রাক্কালে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। তাদের রক্তের পর ভর করে স্বাধীনতার ৫০ বছর পরও আমরা টিকে আছি কিন্ত দু:খের বিষয় বর্তমানে স্বধীনতার চেতনা বলে কিছু নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে।

এনআরসি’র কথা উল্লেখ করে তিনি বলেন, এনআরসি আমাদের স্বার্বভৌমত্বের ওপর হুমকি বলেও আমরা মনে করছি। অতীতেও আমরা উল্লেখ করেছি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশে এই অঞ্চলে অস্থিতিশীল সৃষ্টি করবে, সংঘাত সৃষ্টি করবে এবং রাজনীতির যে মূল বিষয়গুলো ছিলো উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি সেই বিষয়গুলো ধ্বংস করে দিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের প্রয়াস চালানো হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুদ্ধিজীবী যারা স্বাধীনতার জন্য জীবন উৎস্বর্গ করছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

আজকে অত্যন্ত দুঃখের কথা স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন তার সহধর্মিনী পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বন্দী হয়েছেন, তাকে আজকে কারাগারে থাকতে হচ্ছে।

ফখরুল বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান অগণতান্ত্রিক সরকার ভেঙ্গে খান খান করে দিয়েছে। তারা বাংলাদেশের অর্জনগুলোকে, জাতির অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। আমরা আজকে একটা গণতন্ত্র বিহীন, জনগণের অধিকার বিহীন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি।

তিনি বলেন, আজকে যখন আমাদের নেত্রী কারাগারে, আমাদের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে তখন গণতান্ত্রিক দলগুলোকে স্তব্দ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে। আজকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সমস্ত জাতির ঐক্য।

ফখরুল আরও বলেন, আজকে এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে স্বার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে আমাদের সংগ্রামের আরও গতি বাড়াবো, সংগ্রামকে আরও বেগবান করবো। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়